যাবেন নাকি প্রিয়বন্ধু স্বজন !
ডানে বামে সামনে পেছনে
আমরা হয়ত কোনো গন্তব্য খুঁজি.......


দু'চোখে দেখি ঘামের গন্ধমাখা থমথমে হাওয়া
দাঁড়িয়ে থাকা শাড়ির আঁচলে ঢাকা শীর্ণকায়া
জননী আমার
দেখি সাধ্যমত গৃহস্থ ঘরবাড়ি
নদীর মতো নিঃশ্বাস--
পলকহীন দুঃখের বিস্তীর্ণ সাম্রাজ্য
উদয়াস্ত অভাব।
তবুও সেখানে পাখি ডাকে, রাত শেষ হয়
নতুন ভোরের আশায়।
*****************************
টুঙ্গিপাড়া,০৬/০৯/২০২০