আগুনে রেখেছি হাত
তবু কেন পায়ে পায়ে বেলা বাড়ে
ওই তো সাঁঝের পাখিরা ফিরে চলে ঝাঁকে ঝাঁক
ধুনুচির আরতি আযানের ধ্বনি কানে আসে
ধীর পদভারে এখনো অখিল হেঁটে চলে
কোথায় গন্তব্য, জানে না সে.....


আমিও কি জানি আমার গন্তব্য কোথায় ?
পাখির মতো আমিও কি ফিরতে পারি আপন কুলায় ? দিনশেষে কোথায় যাবো ?


পৃথিবীতে সকলেই অখিল
কখনো মাতাল কখনো পাগল, সময়ও পাগল হয়
সময়ের কাছে, আবিষ্কারের নেশায়।
শীতরাত্রি পেরিয়ে অখিলেরা পায়ে হেঁটে সাইবেরিয়া হয়ে আমেরিকা যায়
একদিন ওখানেও ছিল স্থল, ছিলনা বেরিং
অজানা গন্তব্যে হেঁটে হেঁটে ওরা ভবিতব্য সাজায়
দেশ হতে দেশে মহাদেশে কালে মহাকালে


কেবল জানিনা আমি
আমার গন্তব্য কি মসৃণ না কণ্টকময় ?