আজকাল ফেলনা হয়ে গেছি খুব
হেঁটেই তো চলে যাও
বাড়ির পাশ দিয়ে কখনো সখনো
বারেক তাকানোর সাধ ফুরিয়েছে কামরাঙা তলে
টুনটুনির বাসাগুলি এখনো ঝুলে থাকে
ডুমুরের কর্কশ পাতায়
শটী বনে লুকানো নেউল ওঁত পাতে শিকারের ফাঁদে টুপটাপ ঝরে পড়ে এখনো
বাঁদুরের চুষে রাখা লাল সুপারি।


জানো কিনাঃ
ওই সেই বাঁশবাগানের পাশে ডালিমের তলে
আমাদের আগের প্রজন্মের সাথে কাজলা দিদি
শেষ ঘুম দিয়েছে বলে, দোয়া পড়ে পড়ে
মাথা নীচু করে বিদায়ের ক্ষণ
এখনো সচকিত মনে।


তোমার তো অবসর নেই মোটে
ওখানেই কি হবে অনন্তের ঠাঁই ? নাকি কোন এক বেহুলার বাসরে স্বামী হারা বেদনার মত
কলার ভেলায় চড়ে পাবো স্বর্গের খোঁজ?


এ জন্মের সাধ ফুরালো না বলে আয়োজনে কমতি নেই জেনোঃ
ফুরিয়ে যাচ্ছে তেল জ্বলবে না আলো
তুমি কেন ফেরাও না ধাবমান মন!
চল হাঁটি আশার রথে,পার হই পুলসেরাতের পথ
ওই তো সুখেদের ঘর
ওখানেই গড়ে তুলি আসল নিবাস
কষ্ট যত হয় হোক বাকীটা সময়।
_________________________
১৬-০১-২০২০