আচ্ছা মধুমতি হতে শ্রীরামকান্দী  কতদূর !
পাটগাতী কিংবা জি,টি, স্কুল মাঠ অথবা টুঙ্গিপাড়া বঙ্গবন্ধুর বাড়ি?
সবই তো কাছাকাছি। ঘোষের ঘাটের মাঠ ?
যেখানে খেলা করে ফেরে এখনো গায়ের স্বজন
দখনে বাতাসেরা আলুথালু উড়ায় ঘুড়ী
নেই সেই বাড়াবাড়ি ভালোবাসা
রসের পায়েস হামাগুড়ি চৈতালি রাত
বেড়ার ফাঁকে চেয়ে থাকা একফালি বাঁকা চাঁদ
আর সেই প্রিয়মুখ
যাকে ভালোবেসে বেতার নাটক শুনতে শুনতে নিশুতির
কান্নারা ফিরে যেত অচিন বাড়ি।


আছে কি সেই চেয়ে থাকা সজনে দুপুর
মদন মোথিত ফেরারী সময় ?
বসন্ত বাহারি কুন্তলা আকাশ আর স্বেচ্ছা নির্বাসিত
পৃথিবী তাহার ?


মধুমতি তীর ধরে এখনো তাহাকে খুঁজে যায়
অচিন বালক।
ঘোষের ঘাটের মাঠ তুলনাহীন চৈতালি রাত
তাহার গায়ের ওম মৃদু মৃদু কথার কুসুম।
**************************
টুঙ্গিপাড়া,