তাড়িত হচ্ছি বেশ ক'দিন ধরে
বুকের ভেতরে সাজানা কবিতার অক্ষর
তবু অস্ফুট-
রাঙাতে পারছি না প্রকৃতির মত
কাঁদতেও পারছিনা
শোকসভা শেষে শোকের মিছিলে


এ আসরে আজ আমার
১০০০ দিনে ১০০০ নিবেদন
একদিকে খুশীর ঈদের দিন,অন্যদিকে
হাজার কবিতা রোপা হলো আজ
তবুও বুকে কষ্ট কান্নার সাজ!


যার হাত ধরে এখানে এসে,
                    গুটি গুটি পায় হাঁটছিলাম
সে হাত ছেঁড়ে গেছে অনন্তের দিক-
যে হাত ছিল যাদুমাখা,
            কবিতারা ছিল ছন্দময়, দ্রুতগামী
নাম ছিল তার কবি ঠাকুর বিশ্বরাজ গোস্বামী
(যিনি ০৪/০৪/২০২৩ তারিখে মৃত্যুবরণ করেন)


তাঁর প্রতি শ্রদ্ধা ভক্তি বিনয়!


এ আসরে আছেন যারা,
সকলের প্রতি শুভেচ্ছা,ভালোবাসা,ভক্তি অসীম
এই ঈদের ঈদ মোবারক( আজ ঈদ)
থাকুন সঙ্গে, সুখী হোন, সুস্থ থাকুক
কবিতায় কাটুক সকল শোক।