ভোট এসে গেছে, এখন আমি খুব দামী
আসলে আমার দাম নাই
    এই আমার শ্রম নাই
        আমার টাকা নাই
            পেটে খাবার নাই
                শরীরে কাপড় নাই
                   চিকিৎসা নাই
এই আমি দিন আনি দিন খাই
আমার স্ত্রী কন্যা কাজে বেরোলে নিগৃহীত হয়, ধর্ষিত হয়, ঘাতকের নিষ্ঠুর হাতে টুকরো টুকরো হয়
অথচ আমি যুদ্ধ করে এনেছি দেশ
আমার বাবা যুদ্ধে নিখোঁজ অথবা শহীদ
আমার মা লাঞ্ছিত
   আমার বাড়িঘর পুড়ে ছাই
     আমার কোন ফসলের মাঠ নাই
      আমার চোখের সামনে খরস্রোতা নদী
        আমার অতীত মরা বালুচর
          আমার ভবিষ্যৎ অন্ধকার
আমি অনাহারী, অথচ বিশ্বব্যাংকে ঋণী
দেশ আমাকে রেখেছে বন্দক
ঋণী আমি শত এনজিও'তে
      সুদে ইউনুছ আমাকে তাড়া করে
          দ্রব্যমূল্য আমাকে তাড়া করে
             কাগজ কলম বই আমাকে তাড়া করে
                 চাহিদা আমাকে তাড়া করে
                    অভাব আমাকে তাড়া করে
আমার পরিবার আমাকে গালি দেয়
আমার সন্তান ফ্যাল ফ্যাল করে তাকায়
আমি ব্যর্থ, ব্যর্থতা আমাকে কুরে কুরে খায়
রাষ্ট্র আমাকে ফেলেছে ব্যর্থতার তালিকায়
বড় বড় শিক্ষাগত যোগ্যতার সনদ আমি অর্জন করেছি রাষ্ট্র পারেনি আমাকে যোগ্যস্থানে বসাতে
দেশের বাইরে আমি আদম
আদম হয়ে আমি ঘামে আর শ্রমে এনেছি রেমিটেন্স
আমার শ্রমের রেমিটেন্স কেটেছে ইঁদুরে।


এখন আর আগাগোড়া ভাবতে পারি না
আমার ভাবনা গুলোকে বিক্রি করে দিয়েছি হাটে
আমার কোন বিবেক নেই
রাস্তায় দাঁড়িয়ে আমি উন্নতির ওপরে হিসু করি
আমার কোন মনুষ্যত্ব নেই
মানুষ নামের পশুদের আমি ঘৃণা করি, থু থু দেই।