অনেক বন্ধু আমার , কেউ মেকি কেউ ভাবনার
কেউ কেবল দু'চারটি কথা কয়
কেউ ঘর অবধি তার ভালোবাসা পৌঁছায়
কেউ খুব ভালো, আবার কেউ তা নয়।


জানি, এমন বন্ধুই আজকাল সকলের
দুঃখের দিনের বন্ধু আছে ক' জনের ??


এই যে ইন্টারনেটের জামানা হরদম
সঙ্গে নেই কাগজ, খাতা,কলম - তবু লিখে দেই বর্ষা
লিখি ফুলবনে অস্বচ্ছ কুয়াশা
মেকি সুহৃদ ঢালে অমৃতের গন্ধ
আহা কী সুন্দর মোহময় শব্দ বাক্য ছন্দ!
কথার বাহার!
যতসব ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি স্নেহাশিস তাহার।


হঠাৎ একদিন কোন কারনে দেখা হলে পথে
ভেজা শৃগালের ক্ষীণ কণ্ঠস্বরে
আওয়াজ এসে পড়ে
সময় নেই ভাই রাস্তার যানে বেঁচেছি অল্পতে
আজ যাই , পরে যদি কখনো সময় পাই।
অথবা অন্যসব বাহানা বন্ধুত্বের নামে চাতুরীপনা।


তারপর কোন একদিন ভুল করে
পা আর পড়ে না কোনরূপ এ চত্বরে
আমাদের এই মেকি বন্ধুর খেলা
চলবে কি সারাবেলা ?


মানুষ! মানুষ নামেই যদি হই আমি
বন্ধুর দুঃখেতে কেন থামি?  এগোইনা একটিবার!
পৃথিবীতে মানুষের নামই যদি লিখতে চাই
জীবন থাকতে সময় কেন নেই, বন্ধুর উপকারে থামবার?
*********************************************
টুঙ্গিপাড়া