দুঃস্বপ্ন নয়, কঠিন বাস্তবতায় আচ্ছন্ন আছি
মেঘ নয় রোদ নয়
অদ্ভুত আঁধার ঘিরে করছি দিনযাপন
মায়াবী জোছনা হারিয়েছে কবে কোন ধনুকের বনে
বাদুরের শুনি পাখা ঝাপটানি
কোথাও আলোর ঝলকানি নেই
কোথাও কোন সবুজ সংকেত


দুঃখ নয়, কষ্টময় সংসারে আকণ্ঠ ডুবে আছি
ছায়া নয় বায়ু নয়
অদ্ভুত নিঃশ্বাসে দাঁড়িয়ে কাটাই  সময়
বিশ্বাসী ধুপ ধুনো যদিও করেছে বিলীন বেদনার ঝড়
ওই দূর সীমা রেখা নদীর মতন
ক্ষীণ স্রোত দিগন্তের নিশানা আঁকে
যার শেষ দেখা হবে না আমার
স্বল্প এ জীবন মোহতার বাঁকে


সুখ নয়, সুখীময় জীবনেরে করেও সন্ধ্যান
দ্বেষ নয় দ্রোহ নয় শ্রদ্ধায়-স্নেহে ভালোবেসে
কী পেলাম অবশেষে এ রঙ্গশালায়
মৃত্যুই হাতছনি দেয় বারবার, ডাকে, আয়---
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,