যাবে?  গেলে চলো
শুকিয়ে নিচ্ছি হৃদয়ের ঘা। ভুলিনি সেবার ঘটেছিল নৌঘাটে কীসব নৈশব্দের খেলা
অচেনা কোন এক নদীর কিনারে বালুকাবেলা।
*
গেলে চলো, দীর্ঘ নদীর বুকে জাগবে কৃষ্ণপক্ষের চাঁদ
দূর বনে বুনো মোরগের ডাকে জেগে উঠবে ঘুমন্ত পৃথিবী, লোকালয়, মুয়াজ্জিন।
তারপর আলোজ্বলা শিশিরের ভোর
*
চলো যাই, হেঁটে হেঁটে কৈশোরে
যেখানে নিষ্পাপ চাহনিতে নেই বেদান্ত ঘ্রাণ
অপরের তীক্ষ্ণ নজর, বিপুল সন্দেহ
অথচ ভেতরে জমা পড়ে আক্রোশের আস্তরণ
কোন এক অবেলার ডাক
যেতে তো হবেই, চলো যাই, রৌদ্রের খরতাপে
ফিরিয়ে দেই আলস্যের বিল
ডাকুক না বারেবার আকাশ বিদীর্ণ করা দুরন্ত চিল।
*
যাবে? গেলে এসো
হাত ধরো, পার হই পরীক্ষার নদী
ওইপারে সুখ আর আগামীর হাতছানি জানি
এও জানি এখানে অনিদ্রা আর অসুখের খুব ছড়াছড়ি।
*
চলো যাই, হাতধরে এগোই আরেকটু পথ
হোক সে কঠিন পথ, তবু তারে আকড়েই থাকি।
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,১০/০৬/২০২১