কে তুমি ভাই ? কে তুমি বোন ?
অমন করে হাত দিলে আজ আমার হাতে!
হাত উঁচিয়ে সালাম জানাও ভক্তিরসে
আমি তো আর মানুষ নই কো
সামান্য যা লেখালেখি
তা ছাড়া আর এই সমাজে পারিই বা কি!


লিখতে গিয়েও কলম থামে নানান কামে
মানুষগুলো মানুষ নাই যে লোভের বশে
চিত্তে তাদের নাই কোনো ভয় লজ্জা শরম
যেমন খুশী তেমন সাজে সাজছে নিজে


হচ্ছেটা কী?
দেখতে তো পাও সামনে তোমার কত্তকিছু
বউকে তারা পাঠিয়ে হাটে নিত্য কাজে
যাচ্ছে নিজে চায়ের দোকান, জুয়ো খেলায়
যাচ্ছে পাড়ায়, কেউ মসজিদে কেউ বিছানায়
সন্তানাদি ভাজছে আবার গরম খবর
দেখছি না তো এসব কিছু,
                 কেবল লিখি মনের লেখা
ক'দিনই বা এই পৃথিবী হবে দেখা!