আসছে সময় বিভীষিকাময়
চারিদিকে দ্যাখো আঁধার ঘনায়
এটাও দেখতে হয়
এটাও মানতে হয়
চেনা মুখেরা হারাচ্ছে অজানায়।


কোন দহে কি চাহ অজানা পথ ?
কেন দিলে ছড়িয়ে সোনার রথ
কেন এই নদী কূলে
পাঠালে অমৃত ছলে
কেন নিতে হয় মৃত্যুর শপথ!


কী সুখের মোহে এসেছি একুলে
কী নেশার টানে আছি পথ ভুলে
মরমে মরমে বুঝি
দুরাশায় পথ খুঁজি
বঞ্চিত সুখ কুঞ্চিত আঁখি মেলে।


এতটুকু জানি এসেছি ধরায়
যত কিছু কর সামান্য সময়
যেতে হবে এটা মানো
সত্য যে কঠিন জানো
হতেই হবে নিশ্চিত পরাজয়।
_________________
২৩/০৪/২০