যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
সেদিন যেমন চারু বৌদি রাজি হয়েছিল
খেলাচ্ছলে বলেছিলো," মজা পেলুম, আবার এসো "
কী করে বোঝাবো বলো?  
সে মজা নিয়ে ঘুরলাম উত্তর সাগরে    
টারসিয়ারি যুগ হতে বয়ে চলা হিমেও থামলো না উত্তেজনা, আমি চরম উত্তেজিত।


মাঝে মাঝে ভুল হয়,
চারু বৌদি ভেবে ডুব দেই তোমার জলে,
ও'জলে ঝিনুক কুড়াতে গিয়ে কুড়াই অতল সুখ
সে সুখে তুমিও অবগাহন করো কিনা।


জানো, ফুলকে ইশারা দিলে নুইয়ে পড়ে ফুল
খুলে ফেললে পাপড়ি তাহার
আহা কী অপরূপ রূপের বাহার!
ফুলও বলে,"এসো কিন্তু,আবার খুলতে পাপড়ি আমার"


চাঁদকে ইশারা করি, চাঁদ হাসে
প্রান্তিক বিকেলকে ইশারা করলে সন্ধ্যা আসে
সন্ধ্যাকে রাত
রাতে যদি ঝিঁঝিঁ পোকা দেয় রেলডাক
সে ডাকের ফাঁকে ছোটে ইশারার কাক।


যদি ইশারা করি তাহলে কি রাজী হবে?
যেমন হয়েছিল ফুল,চারু বৌদি, আকাশ অথবা চাঁদ
ঝিঁঝিঁ পোকা, চৌচির রাত
                    শুনতে জীবনের গল্প আমার।
__________________________
টুঙ্গিপাড়া,