গ্রামের ছেলেমেয়েরা একসাথে হেঁটে হেঁটে স্কুলে যেতাম কেউ লুঙ্গি জামায় কেউ হাফপ্যান্টে
জুতো স্যান্ডেল ছাড়া উদোম পায়ে।
বইখাতা,খাদ্য,চিকিৎসা,পোষাকের চরম অভাবের মধ্যে, আবার কেউ কিছুটা স্বচ্ছলতায়
একটা সময় পার করে ভাগ হয়ে গেলাম আমরা
নানা রাস্তায় নানাভাবে নানা করিতকর্মে
সেই সব ছেলেমেয়ের আজ কেউ কেউ
পেশাজীবী, বড় কর্মকর্তা,ডাক্তার, শিক্ষক, গৃহিণী, রাজনীতিবিদ, ব্যবসায়ী, কৃষক, মজুর
আর কেউ কেউ বাসিন্দা কবরের
একসঙ্গে পায়ে হাঁটা সেই ছেলেমেয়েগুলো
কেউ আজ আপনি থেকে তুমি হয়ে গেলো,
তুমি থেকে আপনি।
সমাজেও কেউ উচু আর নীচু...


আমি জানি না,
ঈশ্বর কেন এই ভাগ্যটা উচু নীচু করে দিলো,
কেউ এলো, জ্বলে উঠলো আলোর ঝলকানি নিয়ে, চলেও গেলো
আমি জানি,নীরবে নিভৃতে আমিও কবরবাসী হয়ে যাবো একদিন
আমিও আপন ক'জন মানুষকে রেখে চুপ হয়ে যাবো চিরতরে
অস্থির পৃথিবী সুস্থির হয়ই না আর
যতই ভাবি না কেন এই আসা আর এই যাওয়া।


হা ঈশ্বর !  তুমি নিপুণ হাতে হাসাও আর কাঁদাও !!
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,২৮/১২/২০২০