প্রেমিকের চিঠি পৌঁছে না প্রেমিকার কাছে
ডাকবাক্স আজ আর ভালোই বাসে না বাংলা বর্ণমালা
জৈষ্ঠ্যের খরতাপে হিজলের ফুল ভাসে না ডোবার জলে, বকুলের মালা গাঁথা হয় কিনা জানা নেই
তবে মনের ভেতরে গেঁথে যাওয়া অভেদ্য কথামালা
চিরকাল বেজে চলে সোমত্ত স্বভাবে

এখন আর থামতে চাই না মোটে, গলা চেপে ধরে তো ধরুক প্রেমিকা আমার
তবু আমি গাইবো," আমার সোনার বাংলা।"
আকাশে উড়াবো পতাকা লাল সবুজের। ৫২  ৬৬  ৬৯  ৭১ রাখবো বুকের গভীরে।

আমি জানি—
এই বাংলায় জন্মেছিলো কবিদের কবি জীবনানন্দ, জসীমউদ্দিন, রাহমান, হক, গুন, কাদরী, মাহামুদ, আবুল হাসান, রুদ্র শহিদ
জন্মেছিলো মহাকবি শেখ মুজিব
যাঁদের কলমে আর অঙুলি হেলনে নেচেছিলো বাংলাদেশ
যাঁদের প্রেমের টানে অকাতরে বেঁচে দিলো রক্ত একসাগর  
গেয়েছিলো সমস্বরে "তীরহারা এই ঢেউয়ের সাগর পাড়ি দেবো রে "

আমি জানি—
আবারও গর্জাবে পলাশী থেকে শহীদ মিনার
গুলিস্তান, পল্টন, শেরেবাংলা নগর
রমনার বটমূলে এক হবে আজন্মের সংস্কৃতি  
৭১ এর চেতনা নিয়ে আবারও উঠবে জেগে শাহবাগ চত্তর, মুখোশের আড়ালের মুখোশ উপড়ে ফেলে
আবারও উঠবে ভেসে সত্যের ইতিহাস

প্রেমিকের আহবান যায়নি কখনো বৃথা
           যাবে ও না কোনদিন এতটুকু বিশ্বাসে রাখি।