হৃদ্যতার মধ্য দিয়ে পেরিয়ে আসলাম অনেক সকাল
পোড় খাওয়া সময়কে বাদ দিলে সুখেদের ছিল খুব  বেশী মাতামাতি
অথচ কস্টের বালুচরে বেদনা আটকাতে গিয়ে
কান্না গুলো মুক্তোর মতো ঝরে পড়ল অহরহ
মনে থাকলো না সুখেদের পেলবতা
মনে থাকলো না দক্ষিনের জানালার পাশে
এপার আর ওপারে দাঁড়িয়ে কাটিয়ে দিলাম আমরা কৈশোর, বয়ঃসন্ধি,তারুণ্যকাল
নির্বাক পরস্পর চেয়ে থাকার সে যে কী সুখ!
নিষ্ঠার আলিঙ্গন মিথ্যা শতবার।


অনুভূতি কখনো তীক্ষ্ণ  হয়না সকলের
কারো ভালোবাসা হৃদয়ের, কারো উদ্ভট সংগম কুকুরের


জীবনের দুঃখকে বরণ করা জানতে হয় অবলীলায়।
___________________________