হায় চিল! নিঃসঙ্গ চিল
উড়ে তুই পাড়ি দিস আকাশ সাগর
কী অসুখে ছাড়িস রে ঘর
তোর কি সীমানা আবার ? সঙ্গীহীন বাতাস কেটে
যাস কোথা তুই প্রান্তরেখায়?
উদিত সূর্যের দেশে যাবি নাকি চিল
বাঁধতে সুখের ঘর!
সুখহীনা পাখি তুই ছেড়ে যারে ওই দূর অসীমে
হাতছানি দিয়ে যায় চোখের ওপর।


চলে উড়ে পাখনা বিহীন মনোচিল
রুধিবার শক্তি শুন্যতায় ; সত্যিই বাঁধবে বাসা
জবর খবর হয় যেন আশ্রয়
তুমি আমি আমরা ওই ফুল বাঁধবো খোঁপায়
মেঘেদের তারাদের সম্মিলন ছেড়ে
একমুঠো ভালোবাসা নিয়ে হয়তবা আবার ফিরবো বাাংলায়।  


খেয়াঘাট পারাপার নয়তবা পার হবো একবার
ফুটবো সোনালু ফুলে, গাঁয়ে হাটা শর্ষের ক্ষেত
কিংবা প্রজাপতি দলে।


হায় চিল! নিঃসঙ্গ চিল উড়ে চল অসীমের পানে।
******************************
০৩/০২/২০২০