কার কাছে রাখি গচ্ছিত ইতিহাস
কাকেই বা করি সবটুকু বিশ্বাস ?


ফিরিয়ে দিও আবার আসার পর
এতটুকু যদি, পাই কারো আশ্বাস
তাকে দিয়ে যাবো সকল পাণ্ডুলিপি
মধুমতি হতে মিসৌরি মিসিসিপি
কাগজে কলমে লিখে রাখা যত প্রেম
দিয়ে যাবো সব মৌন জীবনস্মৃতি


কার কাছে রাখি আমার সর্বনাশ
কে হবে আমার সময়ের নিঃশ্বাস ?


জানি আমি এই সুর আর কবিতা
কেহ না কেহ গেয়ে যাবে বারোমাস
তার প্রতি থাক আগাম  শুভেচ্ছা
ভালোবাসা আর মনখোলা হাসি সব।


এই নদী জল সবুজ ভূমির দেশে
আবার গাইবো বারোয়ারী গান এসে
আবার লিখবো অলিখিত কবিতা
যত কবি গুণী আসুন উঠুন জেগে।