অতো কথা জানতে নেই
কোথায় রেখে এলাম তারে, কোন শুভ্রতায় সাজালাম অপরূপ।
কোন ফুলে আর ফসলে হারিয়ে গেলো হলদে পাখির ঝাঁক! জানতে নেই....


শুধু জেনে রেখোঃ  
মাটির পৃথিবীতে কাঁদবে না সে।
চাঁদকে সে থুত্থুড়ি দেবে,
নক্ষত্রকে ভালেবেসে ভাসাবে আকাশ--
আকাশ যতই হোক না আকাশ বেদনায় সে সাজায় পৃথিবী।


নদীর জলে নাইতে নেমে মেঘ শেষে ফাগুন বাতাস
ছড়ায় ঘ্রাণ আমের মুকুল।
বিহরিত মন যদি ফেরে
দারুন কনকচাঁপা খোঁপায় তাহার


গৃহে গান, মথিত হৃদয় শিহরিত রাত হাসনাহেনায় পাগল করা সুরভি সময় ;
কী আর চাইবে হলদে পাখি সাজে ফেরা আপন কুলায়!


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&