যাচ্ছি বাড়ি, গ্রামের বাড়ি
টানছে গ্রামের হাওয়া
কত্তো দিন যে হয়নি আমার
মায়ের আদর খাওয়া


মা যে আমার আনন্দ ঈদ
মা যে আমার সুখ
এই পৃথিবীর আলোর ছটা
দেখলে মায়ের মুখ


ছোট ছোট ভাইবোনেরা
আছে অপেক্ষাতে
পথে পথে একমনেতে
তাকিয়ে দিবারাতে


ঈদের ফেরা আনন্দ খুব
তাই তো ঝুলি ট্রেনে
জীবন মৃত্যু কাছাকাছি
রাখছি সদাই ব্রেনে।
**********************


★এ লেখাটি ৩০ বছর আগের।
মা বেঁচে নেই।
মা থাকতে এরকম কত যে লেখা চলতো!
যা খাতার পাতায় ছড়িয়ে আছে!
আজ সব ধূসর অতীত। ★