কী আর দরকার !
কাঠ, বাঁশ, লাঠি ? থান কাপড়ের শাড়ী
মানুষ ঠেকেছে বলেই তার আজন্মের আড়ি
তবু তো ফেলতে হয়, ঠেলতে হয় বোঝা


ওগো বন্ধু!
     আজ তুমি কাল আমি ;


এভাবেই কবর শ্মশানে যাবো সোজা।


কত স্মৃতি রেখে যায়--
                          হারানো শৈশব কৈশোর
কত কোলাহল মাঠ ঘাট নদী খাল অটুট বন্ধণ
কত প্রিয়জন প্রিয়ফুল-- প্রিয়কিছু মানুষের মন
ওই মেঘ সুনীল আকাশ হলুদ চাঁদের রাত


সব ছেড়ে যেতে হয় নাড়িয়ে দু' হাত!


মানুষই তো মানুষেরে ভালোবেসে বাঁচে পৃথিবীতে
বিপুল আশ্বাসে
সে মানুষই দুঃখ শোকে ভালোবেসে রেখে আসে তারে
অন্তর্যামী আগুনে অথবা কবর গহীনে
পরজীবন সুখীমময় হোক তেমন বিশ্বাসে!