কী সুর বাজালে! তাহলে কি দূর হবে ভোরের দেমাগ?
এসো,তোমার কণ্ঠ সমুদ্র নিয়ে এসো পাড়ি দেই দাগ
তলিয়ে যায় যদি যাক কঠিনের বাঁক অকাল বৈশাখ
আঁধার রাত্রির মতো মেঠোপথ জেগে থাকে থাক
জেগে থাক অশ্বত্থতল ঝরাপাতা শিয়ালের হাক
চাঁদের হলুদ রোদ জোনাকির ঝাঁক, রাতের খোরাক
বেঁচে থাক গাঁও গ্রাম হিজল তমাল দল বৈঁচির কাক
লেগে থাক পঞ্চ আযান,কোরানের পাঠ আরতির শাঁখ
আরো থাক ভোরের সুরভী ভরা কোলাহল পাখিদের ডাক
তোমার কণ্ঠ সাধা আমার শ্রবন ঘেরা সুঘ্রাণের নাক।
__________________________
টুঙ্গিপাড়া,২৬/০৯/২১