ভাবছি আজ আর কবিতা লিখবো না
পড়বো সারাদিন
যৌথবাহিনী কার পাছা করেছে লাল, কার গোয়া কে মারলো তা দিয়ে কাজ নেই আমার
কবিতাই হোক তবে আজকের সমাচার.....

হায় হায়! বউমেলা থুক্কু বইমেলা শুরু হলো আজ
সুবোধ উদ্বোধন!
ভাষার মাস! ভোলেনি বাংলাদেশ।

অধুনার বেশ বাসে
ডুবসাঁতার ডুবসাঁতার চলছে কবির জীবনে
পুলিশ আর একাডেমি যৌথ সম্পাদক
কবি হন সবসময় বিরোধী দলের
না হয় এবার হলেন জুজুর তল্পিবাহক!

মেলা মাঠে কতক্ষণ যায় ঘোরা খালিপেটে?
পাতলা রুটি আর ডাল ভাজির ব্যবস্থা কি আছে সোহরাওয়ার্দী উদ্যানে?
তাহলে চোখ বুলিয়ে দেখতাম আর কি!

মামুলি ভাবনায় আর কবিতা চলে কি?
কবিতা চালাতে যাবো
কবিতা চলাতে যাবো; মেলা নয়, ঠেলা নয় গ্রামের মেঠো পথে, ধুলি ওড়া সবুজ শ্যামলিমায়
যেখানে অহরহ কবিতার জন্ম হয়।