লাজুক চোখে পাড়াগাঁ ঘুমিয়ে নিঃশব্দ
কাল্পনিক ভাব আসে ;
স্মৃতির দুয়ার ধরে উত্তরী হিমেল বাতাস
তুলে যায় মর্মর ধ্বনি, জোছনার অলিন্দে জোছনা ভেজানো হাতে
তাকে ছুঁই, তাকে ডাকি ভেতরের মনের বারান্দায়।


আহত তীব্র তুণির তীরের আঘাত, শক্ত পেশীকে পারে ভেদ করে যেতে
কাচের এপাশ ওপাশ করে আলোক রশ্নিও পারে
ভেদ করে যেতে
স্বপ্নের আলপনা গুলি পারে মনকে কুরে কুরে খেতে।


তাকে ছোঁয়ার আনন্দ কতটা ভেদ করে যেতে পারে
দু 'টি মন, দু ' টি  হৃদয় ; ভাববার অবকাশ আছে বৈকি!


তবু অহরহ স্বপ্নের বিছানা পাতি
বেদনার মনুমেন্ট ছুঁয়ে ছুঁয়ে বের হয় দু 'চোখের নোনাজল
অধিকাংশ ক্ষয়িত স্নানে, তাকে ছুঁই
তাকে খুবই নিকটতম করে তুলি, -- এই আমি,-আমি

★★★★★★★★★★★★★★★★★★★★★★
রচনা ২৩/০৯/১৯৯৭ নান্দাইল, ময়মনসিংহ