ঝাপসা হয়ে যাচ্ছি ক্রমশ
চোখে শক্তিতে অর্থে
তুমিও ঝাপসা হয়ে যাচ্ছো ক্রমশ
দেহের চেরাগ জ্বলছেনা আগের মতো
দারুণ ক্ষয়রোগে করছে বিক্ষত
উপমিত চাহিদারা ক্রমশ বাজেট ছাড়িয়ে যায়
এও বুঝি জীবনের কোন একটি অধ্যায়।


সমাজ পাল্টালেও আমরা পাল্টাতে পারিনি মন
বেদনার সাময়িক উপশম হলেও
বেদনাই কুরে কুরে যাচ্ছে সর্বক্ষণ
মানুষ হারিয়েছে মনুষ্যত্ব বিচার বিবেক


ঝাপসাই থাকি আজকাল
আর সবকিছু থাকুক অনুল্লেখ