জীবন নামের রেলগাড়িতে সব মানুষের চড়া
কখনো হয় খুব মজাদার  কখনো হয় কড়া ।
সোনার চামচ মুখে নিয়ে কেউ আসে এ ধরায়
কেউ হাসে কেউ স্বপ্নবোনে কেউ চোখে জল ঝরায়
আমিও এখন একলা একা, রোদ দেখে যাই রোজ
কপাল পোড়া কেউ দেখেনা, কেউ করে না খোঁজ।
বুকের কাছে উতলে ওঠে, সকল দুঃখ ব্যথা
যাই না এখন কারো নিকট কইনা কোনো কথা।


কত আশার দিন বুনেছি সবই যে বরবাদ
আকাশ কুসুম আর ভাবিনা,মিইয়ে গেছে সাধ
স্বপ্ন দেখার দিনগুলি হায় সেই যে গেছে চলে
তাহার সাথে শেষ দেখা হয় গড়ই নদীর কূলে
মাঝে গেছে তিরিশ বছর,  নদীর জলের ঢেউ
সব নিয়েছে আর বাকী নাই নাইতো এখন কেউ।