কৈশোরের মত ধুসর জীবনের কাছে ঘুরেফিরে
দেখি
আধখানি চাঁদ বাঁকা হেসে হেসে বলতে যেন চায়
এই বেলা কৃষক হও, খাদ্য ফলাও থরে থরে
এই বেলা প্রেম দাও ফসলের মাঠে, ভরে তোলো পৃথিবীতে অহিংস বিপ্পবের ফুল
এই বেলা আলো জ্বালো ভালেবাসো তৃষ্ণার নদী কূল।


চিরকাল যারা রেখে যায় অভুক্ত পৃথিবী সুখহীন
নিজেরে রাখতে ক্ষমতার দুধভাতে
যারা হিংসায় লোভাতুর হাতে ক্ষুধার যন্ত্রনার থালা দিয়ে গেল হাতে
পাঁচতারা মান ধরে তারাও জীবনেরে  দামী ভেবে এড়াতে পারেনা চলে যাওয়া, মাটির গহীন কিংবা আগুনের আলো অন্ধকারে।


আমি আর আমরা তো সামান্য মজুর !! পরিযায়ী পশু পাখি নানাবিধ পতঙ্গের মতো
জীবনের ঘানি টেনে এই আছি এই নেই নিত্য যুদ্ধাহত।


তারপরও আশাহীন নই, বাঁধি বাসা দূরাগত স্বপ্নের এক যদি ফোটে ফুল অমৃতের ডালে তাহলে বলবো, এসো জীবনের বসন্ত এসেছে দ্বারে।
[][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][][]][][][
টুঙ্গিপাড়া,