পড়ন্ত বেলা,খুব বেশী নেই বাকী হাতছানি সন্ধ্যার
ভুলে যেতে বসেছি স্মৃতির সকাল
কবে কোনদিনে দিয়েছিলে ঘ্রাণ,পুষ্প রজনীগন্ধার।


এ জীবনে ব্যথা বেদনার কাব্যের মতো
ভুলে যেতে চাই না আমাকে দেয়া তোমাদের নিবেদন যতো
মনে হয়, আজও এই বৈশাখী চোখে বারুদের জোছনা নামে
আজও ঠিক ঠিক ভালোবাসা ভরে রাখি মোহময় স্বপ্নের সোনালি খামে
তোমাদের থাক সকল সুদিন
তোমাদের উঠোনে যেন আজও প্রেম নিয়ে শেষ রাতের ট্রেন এসে থামে।


জীবনের চাওয়াগুলি গুছিয়ে নিয়েছি, আর কিছু চাই বা না চাই
সামান্য লোভ হয়, তোমাদের মন থেকে আমি যেন হারিয়ে না যাই
জানি, ব্যর্থ আমি, খুব বেশী দিতে পারিনি সাড়া
খুব বেশী পারিনি দিতে সঞ্জীবনী কবিতায় নাড়া
যতটুকু দিলাম তুলে
যেওনা যেওনা আমাকে ভুলে, এইটুকু করি মিনতি
কারো জন্যে থামেনা জীবন, কেউ চলে গেলেও
খুব একটা হয়না চলমান জীবনের ক্ষতি।