দেখলে না প্রতিভা!
ফিরে আর তাকালো না অভিমানী মুখপোড়া সুখ
বাঁকা পথে চলে গেলো কোন সে সুদূর
যে কারণে দেশে দেশে মানুষের যুদ্ধ অশেষ


জানোই তো
সময়ের স্রোতে করে দুর্ভাগ্য মুঠো ভরে আসে
স্বজন বাতাস পশ্চাতে তোলে ঢেউ


পূবের জানলা খুলে বসি
কখনো শালিক অথবা চড়ুই টুনটুনি সুর দিয়ে যায়
আমি ভাবি পাখি গান গায়
অথচ ওদেরও অসুখ আছে, আছে জীবনের বহু টানাটানি
তবুও পাখিদের নানান শব্দকে গান বলে জানি।
এই যে চলা আমাদের, আজন্ম টেনে যাই জীবনের প্রান্তসীমানায়
এখানেই প্রেম ভালোবাসা এখানেই সমাপ্ত কি হয় ?


জানলে তো প্রতিভা ?
জীবনের পরতে পরতে সুখ অপর পৃষ্ঠায় অসুখ।