জীবনের সাথে যোগ করি যত, বিয়োগ তারও বেশী  
আঁকতে থাকি কল্পনা আর ব্যর্থতার জীর্ণ ইতহাস
তবুও বলি অহরহ,
দিয়েছো অঘাত; হোক সে মরুময় আর বেদনা মোড়ানো জীবন! পেয়েছি তো দোলায়িত আঁকা মন
আধেক স্বপন আর আধেক বাঁধন!


অন্ধকারে-
মাঝে মাঝে এলোমেলো জোনাকিরা ওড়ে-
জীবনও তেমন উড়ে চলে দিক্বিদিক
যেভাবে জীবনকে অনুভব করি, তা নাকি নিতান্তই অসুখ এক-
আমি তাই নিজেরে অসুখী করে
ভেসে চলি সহজিয়া শব্দ বাক্যের ভেতর
প্রচণ্ড আবেগে উল্লাসে
কেউ কেউ বলে, এগুলো অনেক চেনা, ভালোলাগা কবিতা বিশেষ
তাহলে কি কবিতাকে আগলে থাকি বলে
শব্দ বাক্য উপমায় দিন দিন দীনহীন হয়ে যাচ্ছি আমি?