১)
জীবনের পড়ন্ত বেলা,
খুব বেশী বাকী নেই হাতছানি সন্ধ্যার
ভুলে যেতে বসেছি স্মৃতির সকাল
কবে কোনদিনে দিয়েছিলে ঘ্রাণ,
পুষ্প রজনীগন্ধার।
২)
জীবন থেকে সমস্ত নেশারা চলে যায়
হাতে হাত রাখা স্মৃতিটাও
তবু, জানি না কীসের টানে
আজও তুমি আমার, কবিতার পাতা উল্টাও।
৩)
যা কিছু খুইয়েছি
যা কিছু বেদনা, সবই তো আমার
এ অনন্ত চরাচরে আনন্দ বিনোদনে
যতটুকু রেখেছিলাম, সবটুকু তোমার।
৪)
মুগ্ধ পৃথিবীতে আমাদেরও ছিলো ঝলমলে হাসি
স্মৃতি আর বিস্মৃতি তাই কেবলই বাজায় বেদনার বাঁশি
তোমাদের সুদিন আসুক,আসুক নব নব সৃষ্টির সম্ভার
উঠুক ভরে আঙ্গিনায় আমার সোনার বাংলার।
৫)
ম্লান হতে বসেছে সন্ধ্যার আলো
তারপরও ভালোবাসা দিলাম হৃদয় উজাড় করে
থাকবো কিনা আরেকটি সন্ধ্যা
তাও জানিনা,
তোমরা সকলে থাকো চিত্তে আনন্দ ভরে।
৬)
জীবন থেকে সমস্ত নেশারা গিয়েছে চলে
আর কোনো নেশা নাই
সমস্ত আকাঙ্ক্ষা ফুরিয়েছে, এটাও জানি
কবিতার ছুটি নাই।