দিলাম ছুটি, ঝিঁঝিঁ পোকা দাও রেলডাক--
তারপর হেমন্ত এলে জুড়ে দেবো ভোর
আধেক দিনের শেষে
কলতলে ঝিমোবে অতীত,নারীপক্ষের কান্নার পর
নামবে নিস্তব্ধতা চোখের পাতার ওপর


পাখিরাও গাইতে থেকো গান
যদিও সকল গান, গান নয়, বেদনাও হয়
চিরকাল কোলাহল আনন্দতলে বেদনা শুকায়।


মেঘে মেঘে ঘন অন্ধকার
বৃষ্টির ফোঁটায় ঝরে আবে রহমত
শুকনো অতীত ভিজে খুব ভারী হয়
তবু চেয়ে থাকি
যদি ভেসে যাই শরতের জোছনায়!
★★★★★★★★★★★★★★★★★★★★★