বড্ড বেশী প্রয়োজন ছিলো কী যাবার?
যদি সম্ভব হয় এসো একবার
কতদিন মধুমতি তীর ধরে যাইনি হেঁটে --
হাতে হাত ধরে বালিতে খুঁজিনি সোনা
কতদিন জ্যোৎস্না রাতে গাইনি একসাথে,"মোরা আর জনমের হংস মিথুন ছিলাম, ছিলাম নদীর চরে।"


যদি সম্ভব হয় এসো একবার
দেখে যেও কতটা হয়েছি নিঃস্ব অথবা ঋনী
এরই মাঝে কেটে গেলো বহুকাল
পোষ মানা পাখিটারে দিয়েছি উড়িয়ে
সিন্দুকে জমা সহায় সম্পদ দিয়েছি উজাড় করে
যখন যেমন খুশী
বইগুলি অযত্নে ধুলোময়, সেল্ফে, টেবিলে যত্রতত্র
অজস্র পাণ্ডুলিপি কবিতার, করুণ কান্নায় থাকলো অপ্রকাশিত জীবনভর
কেবল ঘরময় তোমার ছোঁয়ার অদৃশ্য করুণ বাক্যগুলো আজও সাক্ষ্য দেয়
আজও সাক্ষ্য দেয় তোমার শাড়ির ভাঁজ, আয়না,
চিরুণী, চুলের ফিতে, প্রিয় সেই লাল লিপস্টিক
যে যেখানে যেমন ছিল আজ‌ও তার যথাযথ স্থান।


যদি সম্ভব হয় এসো একবার
চাইব না কোনো কিছু আর --
শুধু দিন আর রাত্রির সংযোগে, মাত্র একটিবার
হংস মিথুন হতে ইচ্ছেটা জাগছে আবার।