নিদারুণ স্রোত ঠেকে আছে বুকে
খুলে নিয়ে যাও বিপ্লবের বাঁধ
পূবের সিঁড়ি পথে আলোর রোশনাই ধরে হেঁটে যাবো
ঝাঁক ঝাঁক পায়রা ওড়ে সুনীল আকাশে
এসো ভাটিয়ালী গাই, গাই রামপ্রসাদী।
'
বন্ধ দুয়ার আরবার খুলে দাও
আলগা বসনে জড়ানো, সব শোক উবে যাক
তৃষ্ণার রাতে ফুটুক জলের কুসুম
চলো সাঁতরাই বুকের গহীন গাঙে
হারাই দহনে আনন্দ পাই যদি।
'
এতো শোক গাঁথা কবে কার কাছে লিখি
কে বা কাঁদে, কার কাছে পাঠাই কান্নার অনুলিপি!
যদি কূল পাই দিশা না হারাই, তোমার আমার যাত্রার শেষাবধি
বুকের ভেতর বহাই বুকের নদী
★*****************************************★
টুঙ্গিপাড়া,