এই ভরা ভাদ্রে আষাঢ় তোমাকে
জবুথবু ভেজাবে তা কী করে হয় ?
আমি মরুভূমি হয়ে যাবো তবে
আমি ভীষণ শুষ্কতায় তুলে নেবো বর্ষার জল
ছুঁয়ে যেতে দেবো না তোমাকে আর।


শুনেছো কখনো
চাঁদে কখনো জল ছিল কিনা
ছিল কিনা অস্ফুট কান্নার ফুল !
জলের কাছে যেতে যেতে আমি তোমাকে
চাঁদের কষ্ট বুঝিয়ে দেবো
ভাদ্রের পূর্ণিমা রাত ঘুমিয়ে থেকো না একা।
****************************
টুঙ্গিপাড়া,