জোছনায় কালো ফুলে চুমু এঁকে কতবার আলো আঁধারিতে হারিয়েছি কালো মেয়ে
কোনদিনও বোঝনি তা ?
কোনদিনও জানতে পারনি তোমার কালোর ভেতরে ঘুমিয়ে থাকা সুন্দর
অনন্ত চাহনি আমায় ডেকে ডেকে গেছে-


কালোর মধ্যে লুকায়িত আলোর রোশনাই বুঝিনিতো আগে
বুঝতেই আমার কান্নারা হেসে ওঠে
তোমার আলোতেই আলোকিত হয়ে ওঠে আমার জীবনের ধুলোমাখা পথ।


আহ্ কালো মেয়ে ! তুমি ছিলে আমার মধুমতী নদী।
তা বলে কখনো নদী বলে ডাকিনি তোমায়
নদীর মতোই তুমি ঢেউ দিয়ে গেছো প্রতিদিন।


জোছনার রঙয়ের মত আলোকিত কালো মেয়ে
কতকাল দেখিনা তোমায়
কতটা কষ্টের নদী হয়ে সাগরে গেছো
কতটা নির্জনে
একান্ত একাকিনী হয়ে !!


জোছনায় কালো ফুলে চুমু এঁকে তোমার আলো আঁধারিতে এখনো আমি বেঁচে থাকি।
*****************************
সোনাডাংগা, খুলনা