মিছিলটা চলে গেলো, ওই শোন্
এখনো কাটেনি রেশ, ঝাঁঝালো স্লোগান বাজে কানে
এখনো জনস্রোতে গর্জায় পল্টন
তরুণ যুবক যারা পায়নি মুক্তি তারা হিংসায় তেতে ওঠে
এখনো ফোটেনি ফুল আঁধারের কোল ঘেঁষে
উঠেনি দীপালি  আলো
এখনো নেশার ঘোরে আমার দামাল ছেলে
বলে চলে --অশনি সংকেত তোলো।


দুর্বার গতি তার আগুন সূর্যের কায়া
নিরুত্তাপ যার ক্ষয়ে যায় পলাতক ছায়া
অহিংসার বীজ গ্রোথিত ভূমে চুড়ান্ত ঈশারায়
যৌবন রক্তরাগে গড় তোল
আমাদের শান্তির আবাস মহাঅনন্যতায়
শোন্ সকলেই শোন্ আর ঘরে ফেরা নয়।


ওই শোন্
এখনো থর থর কাঁপে কণ্ঠস্বর
এখনো চোখের শ্রাবন নামে পাতালের পর
এখনো হাজার দাবী মেটায়নি সরকার
কত আর মিছিলে যাবো
কত আর ক্ষুধার ভিক্ষা চাবো
কত রাতদিন পোহাবো নিদ্রাহীন
কিভাবে মেটাবো জ্বালা
এবার অন্তত শোন্
নইলে অভিশাপ দেবো, তুই নপুংশক হবি শালা।
_________________________
০১/০৪/২০২০ ইং