একটা যুদ্ধ শেষ হতে না হতে আরেকটা যুদ্ধ
খাদ্যের সাথে যুদ্ধ
      শ্রমের সাথে যুদ্ধ
             মজুরীর সাথে যুদ্ধ
                    রোগের সাথে যুদ্ধ
                            শোকের সাথে যুদ্ধ
এসব যুদ্ধ করতে করতে প্রেমের সাথে
যুদ্ধ করতে ভুলে গেছি
        আদর সোহাগ ভুলে গেছি
              সঙ্গম ভুলে গেছি
তুলো ওড়া মন মনের সাথে যুদ্ধটা চলমান।


অভাব দেখেছো মানুষ ?
আমরা মানুষ নই, জন্তু জানোয়ার
মানুষ হবো আর কবে ?
মানুষেরা লুটে নিয়ে গেছে সম্পদ
সুখ শান্তি বিনোদন স্বদেশ বিদেশ
আমাদের কোন বিনোদন নেই
নেই কোন বিশ্বকাপ
বড়জোর পাড়ার মোড়ের চায়ের দোকান
আমাদের বিশ্বকাপ আমাদের বিনোদন
পাখিদেরও উৎসব আছে দূরবীক্ষণ আছে
আমাদের কেবল চোখে জল
সন্তানের স্কুলের জন্য যুদ্ধ
বইপুস্তক খাতা কলমের জন্য যুদ্ধ
ভর্তির জন্য যুদ্ধ
    অপেক্ষার যুদ্ধ
         চাকুরীর যুদ্ধ
            জ্বলে পুড়ে মৃত্যুর যুদ্ধ
                 ভিটেমাটি হারানোর যুদ্ধ
এ যুদ্ধ চলমান
এ যুদ্ধে শরিক যুদ্ধাহত জনগন


রাত বাড়ে আঁধার ঘণীভূত হয়
আঁধার ঠেলে আমরা দিবালোকের স্বপ্ন দেখি
আরেকটি যুদ্ধে অংশগ্রহনের