পহম , কারুন-সাদ্দাদ ভিন্ন নামে ভিন্ন আঙ্গিকে ক্ষমতার আশেপাশে ঘোরে
চিরকাল সম্পদের মালিক হবার বাসনায়
লোভের আগুনে পোড়া চোখে দেখতে পায়না      অগোচরে সে নিজেরই অমূল্য সম্পদ চুরি করে অবশেষে ঘাতে অপঘাতে মরে।


ক্ষোভে ঘৃণায়
তার চলে যাওয়ার পথে আর তাকায়না কেউ
তবু শোকে, দুঃখে ভালোবেসে রেখে আসে তারে গহীন অন্ধকারে অথবা আগুনে। কোনো সম্পদ
কোনো স্বজন গেল না, কখনোই যায় না কারো সনে।


মানুষ মানুষেরে ভালোবেসে স্বর্গের সুখ আনে পৃথিবীর পর, মানুষই রোপণ করে বীজ, নরক নির্ভর
মানুষই বিনাশী সম্পদে হতে চায় পৃথিবীর পর
সবার ঈশ্বর।  
লাভ কি তাতে ?
মানুষ তো কখনোই ভক্ষণ করতে পারেনা সোনা, রূপা ,টাকা, মূল্যবান সম্পদ রুটিতে কিংবা ভাতে।


কিছুকাল ধরে এমন প্রতিযোগিতা শেষে
নিভে যায় জীবনের প্রদীপের তেল, মহাকালে কতটা নাম লেখাতে পারলে মানুষ ! কে তোমারে করলো স্মরণ ভালোবেসে ?
ভেবে দেখবে না পহমেরা একবার ??