এটুকু জেনে গেছি
আমাদের আকাশ জুড়ে তুমুল মেঘ
মাথায় এখন বজ্রপাতের ভয়
আমাদের জমিন জুড়ে হলুদ ফসল
উঠোন জুড়ে বৈশাখ নিশ্চয়


আমাদের রাস্তা জুড়ে ধূলোর খেলা
ঘর বাড়িময় রোজা আর অভাব
আমাদের নদীগুলোর শুকনো ধারা
মানুষগুলোর অহংকারী ভাব।


জানছি আরো
আমাদের আগামী দিন অন্যের হাতে
কপাল জুড়ে ভাঁজের রেখা ভরা
আমাদের কর্মগুলো দুলছে দোলায়
সময়গুলো দুঃখ বিষাদ খরা।


আমাদের স্বপ্ন তবু পাহাড় সমান
বুকটি জুড়ে বিশ্বাসেরই ছায়া
আমাদের দু'চোখ জুড়ে দেশের প্রতি
ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি, মায়া।
_____________________
টুঙ্গিপাড়া,