বহুদিন পড়ে আছি খাদের কিনার
কে আছে এমন, যে আমারে খুলে দেবে হৃদয়ের দ্বার?
কে আমারে দেবে আশ্রয়?
কে আছো এমন যার প্রেমে নেই ভয়...


নাই কেউ...
সবাই ভেতরে অবুঝ, বুঝের কাঙাল
কী বা দেশ-বিদেশ অথবা ইংরেজ-বাঙ্গাল
সবার বুকের ভেতরে জ্বালা আর ক্ষত
কে আছে এমন মানুষ! যার হৃদয় অক্ষত?


শীতল বরফে ঢাকা মেরুর অঞ্চল
সারাক্ষণ প্রবাহিত বাতাস চঞ্চল, প্রবাহে না প্রাণে
তবু মৌসুমি ঝড়
রাতের দেহ ছুঁয়ে রাতের ভেতর
না-জাগানো শরীরেরা তপ্ত অপচয়ে ভয়ে ভয়ে
তবুও খুলে রাখে বিবসনার জানালা
গাছের পাতার ফাঁকে ক্লান্ত ভোরবেলা
অসমাপ্ত স্কেচে যদি আসে কেউ
যদি আসে বেদনারে একবার দিয়ে যেতে ঢেউ-


বহুদিন পড়ে আছি অন্ধকার খাদের কিনার
কার ফাঁকা বুক কেবল উৎসুক, আসুক সে আবার।


&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&&