তুই আমার ছিলি পৃথিবীতে পাওয়া একটিমাত্র সুখ
তুই আমার ছিলি কামনার হাটে বহুদামে কেনা
অনুভূতি একবুক।
বিনিময়ে তোর
বদলে দিতে পারি বিহঙ্গ সুর বহু আকাঙ্খিত ভোর।


তুই আমার ছিলি বুকের পাঁজর কষ্ট রাতের ওম
স্বপ্ন দেখার একফালি চাঁদ
তুই আমার ছিলি নদী কলতান ফুল
মন বাহনের আদি অনন্ত স্রোত, বহু গীতিময় রাত।


তুই কেন আজ হয়ে গেলি সাঁঝ মনের বাগানে
ঝরে পড়া রোদ্দুর,হতাশার বুক কালো
তুইতো হবি অখিলের প্রীতি দক্ষিণ দ্বার
অমৃতের সুখ ভবিতব্যের আলো।


ঝেড়ে ফেল্ যত দুঃখ গ্লানী,মরা জোছনার হতাশার খরতাপ
ধ্বংসের বুকে গড়ে ওঠ দুর্বার, শোকরাত মুছে ঘুচে যাক অভিশাপ।
*****************************
টুঙ্গিপাড়া