কত আর খুঁজবো তোমায়
খুঁজতে খুঁজতে চোখের সামনে পাল্টে গেলো নদী
শহরের চেনা পথ,সড়কবাতি, দরদালান, হেরিটেজ
কত বৃক্ষ জীবনের হলো অবসান
আকাশ দেখার সাধ বদলে দিয়ে ডানা মেলে উড়তে চায় নগরের প্রাণহীন বাড়ি।


হায়! একদিন এখানেও প্রাণ ছিল, ভালোবাসা ছিল ভরপুর, কৃত্রিম আলোর নাচনে বাহারি প্রেমকুঞ্জ হতে একে একে উড়ে গেল পাখি
একে একে প্রাণহীন নগরের যান্ত্রিক ফুল ফুটে ফুটে
নিয়ে নিল বুকের দখল
আজ আর সুখী নই আমি তুমি, সুখী নই-


কাঙালের আকাশে উড়াই অনিদ্রার ঘুড়ি
কত আর খুঁজবো তোমায়
কত আর বেদনার সাইমুমে অসুখের সাথে বাধি জুড়ি?


মুদ্রার এ পাশে দুঃখ যদি হয় ওপাশে কত আর খুঁজবো তোমায়?
★★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া, ২১/০৪/২১