সাতরঙা মিছিলে হেঁটে হেঁটে ব্যবচ্ছেদ করি
সুখ আর দুঃখের দিনক্ষণমান।
আলো আর অন্ধকারের সারিসারি ঘর।


যা কিছু সঞ্চিত ছিল হৃদয়ের ঝাঁড়ে, সবই তো দিয়েছি উন্মুক্ত নিলামে
মরুময় হয়ে আছি বহুকাল বহু্যুগ ধরে
কী আছে এখন আর শূন্যতা ছাড়া?
রাত্রি গভীর হলে হয়তোবা জড় রা জীবন্ত হয়,
আর কেউ কেউ মরে যায় ঘুমের ঘোরে
আমিও ভাবি,
সত্যিই আছি, নাকি এ থাকাটা মৃত্যুর পরে?


কবিতার খাতা খুলে রোজ মুছে ফেলি ফেনিল অতীত, চিরচেনা নাম-ধাম
ভুলে থাকি কথাগুলো, কথাদের বিভাজন
তারপর-- তারপর আলো আর অন্ধকারে
পুনর্বার খুঁজে ফিরি কে ছিলাম?
কি আছে আমার? কে আমার স্বজন ?


.