রোদ ঝকমকে তরুণ বিকেলে
ছাদহীন ঘর হতে ছানা ধরে খায় দাঁড়কাক
দলবাঁধা কুকুর
নির্লজ্জ তাকায় গৃহস্থ বাড়ি, চোখে তার লোভ আর ছেনালি চাহনি
সুযোগ এলেই দখল নেবে আকাশের মতো সবুজ মাঠ, ধানক্ষেত, মধুমাস কিংবা যৈবতি দেহ


আমি কিন্তু ঝাপসা দেখি বলেই ধার নিয়েছি চোখ
পড়তে পারিনা বলে ব্রেইল করা কবিতার বই
অতল গহীনে হাঁটবো বলে তাহার ইশারা.....

পারিনি  
সবটাই এক শক্ত পাথর
খামছে ধরতে পারিনা পৃথিবী
বসাতে পারিনা নরম শেকড়। জল ছুঁয়ে আছি


কুকুর আর দাঁড়কাকেরা বসায় ধারালো নখ
খামছে খায় সমাজ রাষ্ট্র নিরীহ মানুষ ; রুখে দাঁড়ানোর কেউ না কেউ সময় হলে তো আসবেই..