একদিন ফেসবুকে পোস্ট এলো
দেশে এক নতুন দলের উদয় হয়েছে
নাম তার "খাই খাই দল"
ওরা যাকে পায় তাকে খায়
এই হলো মেনিফেস্টো
ওরা ম্যাটিকুলাস প্লানে পাহাড় সরিয়েছে
পদতলে পিঁপড়ের মতো মেরেছে মানুষ
রক্তাক্ত করেছে রাজপথ
কেড়েছে অস্ত্র বারুদ, ছেড়েছে সন্ত্রাসী
জেলাখানা করেছে খালি
ভেবেছিলো, এইসব করে টরে
মসনদ কুক্ষিগত করে
কুড়াবে তুমুল করতালি।
বুঝেছে মানুষ, বুঝেছে ওরাও
সাজানো বাগান তছনছ করে
আবার সাজানো দায়
তাই, বিপদের ভেতরে বিপদ এনে
যতটা সাজানো যায়
ঠিক ততটা ভেবেই, সাজাচ্ছে দল বুড়ো
ওরা ডাকছে ক্ষীণস্বরে
আসুন আসুন এই নতুন দলে আসুন,
ভাই বোন বন্ধু এবং খুড়ো ।
আমরা ওড়াবো পতাকা নতুন
ভুলে যাবো সব পুরোনো কেতন—
ফেসবুকে আরো পোস্ট এলো
বিচার আর সংস্কার, সংস্কার আর বিচার
আমাদের ন্যায়সংগত অধিকার।
সাজাবো সংবিধান,
সাজাবো আরো আরো মায়া চোখ
যে চোখে বারুদ
যে চোখের ইশারা খারাপ
যে চোখে উত্তাপ, ছোঁয়নি কখনো শোক।
কেউ এলো নেচে-গেয়ে কেউ ভুল করে
কেউ গেলো প্রথমেই
সুগন্ধি না পেয়ে
আগামী কী না কী হয়
যদি ম্যাও পাল্টেই যায়,তাহলে উপায়?
নতুন দলের খবর আপাতত এখানেই থাক
জানিয়ে দেবো আগামীতে
ততক্ষণে এই দেশ পুড়ে হোক খাক।