এক একদিন এমন‌ই খরা আসে পৃথিবীর পর
জীবনের মাঠ ঘাট ফেটে চৌচির
খা খা প্রান্তর, পাখির উৎসববিহীন সবুজ বনানী
সব ঢলে পড়ে মৃত্যু উপত্যকায়
কাঁপে স্বর নরম হিয়ার বিস্বাদ বেদনায়
অঙ্কুরিত সদ্যজাত জীবনও পুড়ে ছারখার
এক একদিন এমন‌ই খরা আসে পৃথিবীর পর।


এক একদিন অন্ধকার জুড়ে থাকে বলে
ছায়াকে যায় না দেখা
যায় না ছোঁয়া গাছেদের পাতার উৎসব
কেন এতো ঢাকা থাকে মন, সোনালি স্বপন
কেন এই নিস্তরঙ্গ বীজের বপন?


এক একদিন এমনই কাল বৈশাখী নামে
ভয়ার্ত ছোবল আঁকে হৃদয়ের খামে
নিঃশ্বাস বায়ুর সংকটে
মন-প্রাণে সজীবতা ফেরে না যে আর
জীবন জীবনের জন্য করে যায় আর্ত হাহাকার।


এক একদিন এমন‌ই খরা আসে পৃথিবীর পর।
★★★★★★★★★★★★★★★★★★★★
টুঙ্গিপাড়া,