আমাদের উঠোনে এখন সূর্য ওঠেনা
সন্ধ্যায় ওঠেনা চাঁদ
চৈতী রাতের গল্প আসে না
মোহন বাঁশীর সুরটি ভাসে না
কেবল দেখি ছেলেমেয়েরা ফোনের পরে ফোন
গানের বদলে বাজিয়ে যাচ্ছে অদ্ভুত রিং টোন।


আমাদের পড়ার টেবিলে খাতা-বই নেই
খাবার টেবিলে থালা-বাটি নেই
ভাতের হাঁড়িতে ভাত রাঁধা নেই
কাঠ লাকড়ির দরকারই নেই
কেবল দেখি পড়ার বদলে ওরা ঘাঁটে ওরাইন্টারনেট
রাইস কুকারে, গ্যাসের চূলায়,বোতলে, হোটেলে
অথবা প্যাকেটে ভরে যাচ্ছে পেট।


আমাদের শোবার ঘরে ওয়াই ফাই ফাই
রাত ভর সেই ঘুম আর নাই
চায়ের বদলে ধোয়া
ভাইবোন আর মায়ের বদলে থাকে জনে জন
প্রেমের বদলে ছোঁয়া
পাড়ার মাঠে খেলা নেই কোনো, যত আছে সব ধুলা
আমাদের ভবিষ্যৎ আছে রাজনীতি মাঠে
তার বাইরে কপালে জুটছে, ষাট টাকা কেজি মূলা।


আমাদের দেশে কথায় আর কাজে, উন্নতি আছে
মাশাল্লাহ , বাজারের দর খাসা
ওরা ব্যবসায়ী নয়, লোলুপ!
ওই শালারা লুটেপুটে খায় সব বাঙালীর আশা।