এভাবে বাজারটা নিজে নিজেই ধর্ষিতা হলো ??
আর আপনি বলবেন," সব ভালো সব ভালো "
নিত্য ধর্ষিত হয় সাধারণ, শোষকের ক্ষমতায়
শুনে যেতে হয় বাজারটাই চরিত্রহীন
হায়রে বেহায়া বাজার! আর দেশের ভাগ্যহীন !!


পেঁয়াজের ঝাঁজ চাল আলু পটল মাংস মাছ
ডাল তেল  চিনি শেষে নুনেও মিলে মিশে
আহ্ কী লেলিহান সাধ!
নেই রাষ্ট্রের কোনোরূপ কোনো অপরাধ।


ইটের ভাটায় পোড়ে ইট, কলিজা তাদের
যারা বাজারের আগুনেও পোড়ে পুনর্বার
নিত্য পুড়ে পুড়ে শেষে, শেষ নিঃশ্বাস এসে
হারায় জীবন যার।


আঠালো চেয়ারে বসে বসে যারা গুনে চলে
অনেক অধিক সুখ
পৌঁছে না বাজারের আঁচ সামান্য দুখ
পৌঁছে না সেখানে অনেক কান্না ক্ষুধার উৎসুক।


হায়! ধর্ষিতা বাজার
এতো চড়া দামে কিভাবে কিনবো  ক্ষুধার আহার। ???
******************************
টুঙ্গিপাড়া,