ভয়ানক সন্ত্রস্ত থাকি ইদানিং
কেননা আমি কষ্ট বুঝিনা, জিনিসপত্রের চড়ামূল্য বুঝিনা, ভালোও না মন্দও না
আমি কেবল বুঝি ক্ষুধা, ক্ষুধার নিবৃত্তি


এই অর্ধ গোলাকার হিংসের পাদমূলে
আছড়ে মারতে মারতে বদ খেয়ালের রাজনীতি
আমার ক্ষুধাকে জাগ্রত করে, নিবৃত্তি করেনা
আমার জ্বালাকে জ্বলতেই সাহায্য করে, নেভাতে না


ধৈর্যের তুমুল আন্দোলনে,
অগ্নিভ স্লোগানে জ্বালাতে চাইনা পাথর, রাজপথ, ওনাদের সুখ হেরিটেজ
নিজেকেই পুড়িয়ে খুঁজি গাছে গাছে সুগন্ধি ফুল
সকলের ক্ষুধাহীন হাসিভরা মুখ


হা ঈশ্বর! ক্ষুধার নিবৃত্তি দাও
খেয়ে ফেলতে চাইনা দেশ জনতা রাষ্ট্র রাজনীতি
সরাতে চাইনা (অন্য কোন দেশে) সহায় সম্পদ ভবিষ্যৎ
আমি আমার জন্মভূমিকে ভালোবাসি
এ জন্মভূমির মাটি জলেই রোপন করে যেতে চাই আমাদের স্বপ্নের আগামী।
------------------------------------------
টুঙ্গিপাড়া,