চিনে রাখো অন্ধকার, অমাবশ্যার গাঢ় কালো
চিনে রাখো ফাগুন বাতাস
গেলো শীতে যারা ছিল মৃত্যুর কাছাকাছি
যার গায়ে ছিলো না পোষাক, পেটের খোরাক
তারাও সজীব হতে জানে, তারাও ধূসর মাঠে
ঝরাতে জানে নিষ্ঠার ঘাম
তাদেরও প্রেম আছে প্রিয়ার স্তন মুঠোয় নিতে জানে।
*
শুনে রেখো অলস সকাল, ভেদ করে সময়ের কুয়াশা
যুবতীও বিলোতে পারে অজস্র ফুল
স্বপ্নও আনতে পারে বুকের ভেতর আশার ইস্কুল।
*
জেনে রেখো হেমন্তকাল, ভরা ফসলের মাঠ
যারা আজও ক্ষুধার্ত, ছিলো যে আজন্মকাল
তারাও রোজ ঋণী করে যায়
তাদেরই শ্রমে উদরভরে
আছে যারা শহর বন্দর নগর সভ্যতায়।
*
শিখে রেখো অভাবী মানুষ, মানুষ ঠকিয়ে
ওরা ওঠে ওপরের সিঁড়ি
ওরাও মরে গিয়ে মিশে হবে গহীন মাটি
তবু ওরা চিনলো না পৃথিবীতে মানুষ খাঁটি।